অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি-জেনারেল হলেন ভারত সরকারের সর্বোচ্চ আইনী কর্মকর্তা(Highest Officer of law )

নিয়োগঃভারতীয় সংবিধানের 76 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন।

যোগ্যতাঃ

  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • ৫ বছর হাইকোর্টের বিচারপতি হতে হবে অথবা ১০ বছর হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে।

কার্যকাল

  • অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে।

কার্যাবলীঃ

  • সরকার ও রাষ্ট্রপতিকে আইনী পরামর্শ দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল দায়বদ্ধ।
  • প্রয়োজন অনুযায়ী হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে ভারত সরকারের হয়ে ওকালতি করতে পারেন।
  • ভারতীয় সংবিধানের ১৪৩ নং ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যে কোনও বিষয়ে পরামর্শ চাইলে অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন।

অধিকার ও সীমাবদ্ধতাঃ

  • ভারতের যেকোনো আদালতে বিচার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারেন(Right to audience in any Court of Law)
  • সদস্য না হয়েও সংসদের যেকোনো কক্ষের কার্যাবলীতে অংশ গ্রহণ করতে পারেন।
  • সংসদে কোন ভোটাধিকার নেই।
  • ভারত সরকারের বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না।
  • সরকারের অনুমতি ছাড়া অন্য কোন সংস্থার পরিচালনার দায়িত্ব নিতে পারবেন না।

কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য সলিসিটার জেনারেল ফর ইন্ডিয়া নিয়োগ করা হয়।
  • ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম. সি. শেতলাভাদ।